সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ চেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে জেন্ডার সমতা প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে রাজশাহীতে সকাল ১০ টার সময় আলোপট্টি মোড় থেকে র্যালী করে সাহেব বাজার জিরো পয়েন্ট এসে শেষ হয় এবং সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয় ।
আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন কমিটি রাজশাহী আয়োজনে র্যালী, মানববন্ধন ও পথসভায় অংশ গ্রহণ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট, পরিবর্তন, হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, পার্টনার, এডাব, ওয়েব, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা, নিস্কৃতি ফাউন্ডেশন, তৃনমূল, সনাক, রুলফাও, দিনের আলো হিজড়া সংঘ, আন্ত ও সামাজিক উন্নয়ন সংস্থা, সামাজিক কল্যান সংস্থা এবং রাজশাহী মানবাধিকার জোট।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় এর সভাপতিত্বে এবং পরিবর্তন এর নিবার্হী পরিচালক রাশেদ রিপন এর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অজ্ঞনা রায়, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি রাজশাহী সন্ময়ক দিলসতারা চুনি, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা নিবার্হী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা নিবার্হী পরিচালক রাজকুমার শাও, দিনের আলো হিজড়া সংঘ সাধারণ সম্পাদক মোহনা প্রমূখ।
বক্তরা বলেন, বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য সেবা, ন্যায় বিচার ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার নারীর অংশ গ্রহণ ও নেতৃত্বে নিশ্চিত করতে হবে। নারী নির্যাতন বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং নারী নির্যাতন বন্ধে ব্যক্তির রাজনৈতিক ও সমাজিক অবস্থান, মর্যাদা ও প্রভাব মুক্ত করে আইনকে প্রয়োগ নিশ্চিত করতে হবে।