চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতন আদিবাসী ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্তরে সকাল ১১ টায় উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপি এই আয়োজনের শুরু হয়। সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর লড়াইকে আরো বেগবান করার লক্ষ্যকে সামনে রেখে এই” ইন্ডিজেনিয়াস ফুড ফেস্টিভ্যাল”
প্রথমবারের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে বলে আয়োজকরা জানান।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি জনগোষ্ঠীর স্টল ফুড ফেস্টিভ্যালে অংশ নেয়। চাকমা, গারো, রাখাইন, মারমা, ম্রো, তচঞ্জ্যা।
আয়োজক কমিটি আইপিনিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ণরত আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক ঐক্যতানের একত্রিভূত শক্তিকে সাংস্কৃতিক আগ্রাসনের বিপরীতে দাড় করানো এই ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য।
এছাড়ও বিকাল ৫ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নিজস্ব খাদ্যের পাশাপাশি নিজস্ব গান, নাচ, কবিতা আবৃত্তি হয়।