সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ ”করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতা বিশ্ব” এই স্লোগানকে সামনে রেখে আজ ৮ মার্চ সকাল ১০ টায় আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে নিমনগর বালুবাড়ী দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সহ-সভাপতি শিবানী উরাও এর সভাপতিত্ব আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সদস্য অনুরাধা সরেণ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন দিনাজপুর সমাজ উন্নয়ন সমিতির সভাপতি রুবেন মুরমু, আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সদস্য রাণী হাঁসদা, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা কমিটির সদস্য সুমিত্রা বেসরা, পঞ্চগড় সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রত্মা প্রিয়া সরেন, কেবিএম কলেজের শিক্ষার্থী সুৃমন মুরমু, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী মণিকা বাস্কে, সারজম বাহা সাংস্কৃতিক দলের সদস্য কৃষ্ণা প্রিয়া সরেন প্রমূখ্য।
আদিবাসী নারীদের উপর সকল ধরনের নির্যাতন বন্ধ ও মজুরী বৈষম্য দ্রুত অবসান করতে হবে। আদিবাসী নারীদের বিভিন্ন রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আদিবাসী নারীদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে দাবি জানিয়ে বক্তরা বক্তব্য রাখেন।