সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বান্দরবান জেলার লামা উপজেলায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কোম্পানি ৬৫ টি ম্রো পরিবারের ২০০ একর জুম জমি দখল করেছে এবং এখন তারা উচ্ছেদ আতংকে ভুগছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটি এই সংবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে নেতৃবৃন্ধ বলেছেন, মুজিব বর্ষ উপলক্ষে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের আবাসন ব্যবস্থা করছেন সেসময়ে বান্দরবান জেলার ম্রো সম্প্রদায়ের ৬৫ টি পরিবাররে জমি দখল করে তাদের উচ্ছেদের সংবাদটি আমাদের উদ্বিগ্ন করছে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসারে, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে একটি ভূমি কমিশন কাজ করছে। ভূমি কমিশনের কাজটি শেষ হওয়ার আগে বড় প্রতিষ্ঠানগুলোকে রাবার প্লানটেশান এর নামে যে ভূমি বরাদ্দ দেয়া হয়েছে, এটি পার্বত্য চট্টগ্রামের ভূমি বন্ঠন বিষয়ক আইনের সাথে সাংঘর্ষিক। একই সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক আঞ্চলিক পরিষদের সম্মতি ব্যাতিরেকে জেলা প্রশাসকের এইভাবে ভূমি বন্দোবস্ত বা লিজ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ও সুস্পষ্ট লঙ্ঘন।
সংবাদপত্রের রিপোর্টে দেখা যাচ্ছে যে, সংশ্লিষ্ট কোম্পানিটটি ম্রোদের পৈত্রিক জুম জমি দখলে রাখার জন্য অত্যন্ত গর্হিত উপায়ে মামলা মোকদ্দমা করে পরিবারগুলোকে হয়রানি করার মাধ্যমে উচ্ছেদের পদ্ধতি নিয়েছে।
বান্দারবান জেলা প্রশাসকের নিকট অবিলম্বে এই বিষয়টি তদন্তপূর্বক আইন অনুযায়ী এই পরিবারগুলোকে বসতভিটা রক্ষাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।
এই অবস্থায় ম্রো জনগোষ্ঠির ৬৫টি পরিবারের প্রতি হয়রানি বন্ধ করে , তাদের জীবিকার একমাত্র উৎস জুম চাষের জমিগুলো ফিরিয়ে দিয়ে জীবন-জীবিকা নিশ্চিত করার লক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট দফতরগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।