গতকাল শুক্রবার(২৯ জানুয়ারি ২০২১) সকাল ১১টায় টাংগাইল জেলার সখিপুরের বড়চনা বাজারে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের আয়োজনে জেলা ভিত্তিক কমিটি গঠনের জন্য বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের আয়োজনে জেলা ভিত্তিক কমিটি গঠনের জন্য বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখিপুর থানা শাখার TWA চেয়ারম্যান রবীন্দ্র কুমার বর্মণ।
সভায় সভাপতিত্ব করেছেন সম্মানিত বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন যুগ্ন সিনিয়র আহবায়ক রতন কে আর রায়। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহসভাপতি,বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের যুগ্ন আহবায়ক শ্রী চন্দন কোচ, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের যুগ্ন আহবায়ক রুপচাঁন বর্মণ, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সদস্য সচিব : বকুল চন্দ্র বর্মন, গারো ছাত্র ফেডারেশন এর সম্মানিত সাধারণ সম্পাদক :লিয়াং রিছিল, বাংলাদেশ বর্মণ যুব পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক : পবিত্র বর্মণ! আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের আহবায়ক কমিটির পক্ষ থেকে জেলা ভিত্তিক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে আজ এক সাথে টাংগাইল জেলা শাখাসহ ঠাকুরগাঁও পঞ্চগড় জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় শাখা কমিটি গঠন প্রক্রিয়া চলমান থাকবে।
টাংগাইল জেলা শাখার নির্বাচিত সভাপতি: রতন কে আর রায় ( সখিপুর থানা) , সাধারণ সম্পাদক: পবিত্র বর্মণ ( মধুপুর থানা) ।
ঠাকুরগাঁও জেলা শাখার নির্বাচিত সভাপতি :নিশাত রায়,সাধারণ সম্পাদক : মৃত্যুঞ্জয় বর্মণ ( আপেল )।
পঞ্চগড় জেলা শাখার নির্বাচিত সভাপতি :প্রকাশ চন্দ্র বর্মণ,সাধারণ সম্পাদক : পিযুষ বর্মণ (ডেভিড) !