মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল এক ঘণ্টা লকডাউন থাকার পর তা প্রত্যাহার করা হয়েছে। ক্যাপিটল হিলের বাইরে অগ্নিকাণ্ডের কারণে এই লকডাউন ঘোষণা করা হয়েছিলো।
রয়টার্স জানিয়েছে, জো-বাইডেনের শপথ অনুষ্ঠানের রিহার্সেল চলার সময় ক্যাপিটাল হিলের কাছেই অগ্নিকাণ্ড ঘটে। এসময় আগুনের ধোঁয়া ক্যাপিটল হিলে চলে আসায় তাৎক্ষণিক লকডাউন ঘোষণা করে রিহার্সেল স্থগিত করা হয়। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার পর আবার তা শুরু হয়।
২০ জানুয়ারি ক্যাপিটল হিলেই শপথ নেয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকেরা হামলা চালালে ৫ জন নিহত হন। বাইডেনের শপথ অনুষ্ঠানের দিন যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন স্থানে ট্রাম্প সমর্থকেরা হামলা চালাতে পারে আশঙ্কা করা হচ্ছে।