সূভাষ চন্দ্র হেমব্রম রংপুর থেকেঃ আজ ১৯ ডিসেম্বর, শনিবার সকাল ১১ টার সময় সিলভার জুবিলি ভবনের সভা কক্ষে নেটওয়ার্ক অফ নন মেইনস্ট্রমড মারজিনালাইজড কমিউনিটিজ (এনএনএমসি) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এনএনএমসি ভারপ্রাপ্ত সভাপতি সবিন চন্দ্র মুন্ডা।
সভায় সভাপতি সবিন চন্দ্র মুন্ডা, সহ – সভাপতি মনিলাল রবিদাস, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক রাজু বাসফোড়, কোষাধ্যক্ষ সূভাষ চন্দ্র হেমব্রম, এবং বিচিত্রা তির্কি, রাজেশ বাসফোড়, এ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, তৌহিদা জ্যোতিকে কার্যনির্বাহী সদস্য করে সর্বসম্মতিতে ২বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।