বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২ হাজার ২০০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কোকা-কোলা। বৃহস্পতিবার কোম্পানিটির পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
এ নিয়ে কোম্পানিটির মুখপাত্র জানিয়েছে, করোনা ভাইরাস মহামারি পরবর্তী বাজারের কথা চিন্তা করে কোম্পানি পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এসব কর্মীকে চাকরিচ্যুত করা হচ্ছে।
এ বিষয়ে কোকা-কোলা কোম্পানির মুখপাত্র বলেন, মহামারির জন্য এই পরিবর্তন না। তবে এটি কোম্পানিকে আরো দ্রুত আগাতে সহায়তা করবে।
সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের সবশেষ প্রান্তিকে তাদের আয় হয়েছে ৮৬৫ কোটি মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ৯ শতাংশ কম।কোকা-কোলা কর্তৃপক্ষের আশা, এসব কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে বছরে তাদের ৩৫ কোটি থেকে ৫৫ কোটি ডলার বেঁচে যাবে।
তথ্যসূত্র:ইত্তেফাক