সূভাষ চন্দ্র হেমব্রমঃ আজ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন এর ৬৩ তম জন্মদিন উপলক্ষে পরিষদের গণকপাড়াস্থ কার্যালয়ে কেক কেটে ও মিষ্টি বিতরণ করা হয়।
জন্মদিনে উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও তার দীর্ঘায়ু কামনা করে এই আয়োজন করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন এর জন্ম বাংলাদেশের দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলায় বারোকণা আদিবাসী সাঁওতাল গ্রামে ১৯৫৭ সালে ১৩ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। বর্তমান সময়ে রবীন্দ্রনাথ সরেন ২০১২ সাল থেকে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি দ্বায়িত্ব পালন করছেন। ইতি পূর্বে জাতীয় আদিবাসী পরিষদের ১৯৯৩ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উপদেষ্টা এবং পরবর্তীতে ১৯৯৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক দ্বায়িত্ব পালন করেছেন।
রবীন্দ্রনাথ সরেন সংগঠনের শুরু থেকেই আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে একনিষ্ঠ ভাবে আজ অবধি আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসী জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রনালয় সহ আদিবাসীদের মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।