আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রানালয় ও ভুমি কমিশনের দাবিতে আজ ২৪ ই নভেম্বর,২০২০ রোজ মঙ্গলবার ঠাকুরগাঁও চৌরাস্তায় এক মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে উত্তর বঙ্গের অন্যতম আদিবাসী সংগঠন বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠন।।
সংগঠনের সভাপতি বকুল চন্দ্র বর্মনের সভাপতিত্বে ও সদর উউপজেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র বর্মনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন অলিক মৃ (সাধারণ সম্পাদক, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠন), চন্দন কোচ(সভাপতি, বাংলাদেশ কোচ আদিবাসী ছাত্র সংগঠন, সহসভাপতি, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ), অন্তর বর্মন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ কোচ আদিবাসী ছাত্র সংগঠন, মধুপুর শাখা, টাংগাইল), সুকলাল বর্মন (কোষাধ্যক্ষ, গাজীপুর আদিবাসী সম্মিলিত পরিষদ), রুপচান বর্মন(সাবেক সাধারণ সম্পাদক, আদিবাসী ইউনিয়ন, গাজীপুর) নকুল বর্মন (সহসভাপতি, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, কালিয়াকৈর, গাজীপুর) সহ টাংগাইল, গাজীপুর ও ময়মনিংহ থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ ও বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের বিভিন্ন অঙ্গশাখার তৃণমুল নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে চিম্বুক পাহাড় ইস্যু, খাসিয়া পল্লীতে হামলা, সাওতাল গ্রামের মন্দিরের ভূমি দখল সহ বর্তমান সময়ের আদিবাসীদের উপর বিভিন্ন এলাকায় সংঘটিত নির্যাতন ও ভূমি দখলের বিপক্ষেও প্রতিবাদ জানানো হয়।