আদিবাসী ছাত্র পরিষদ পোরশা উপজেলা কমিটির উদ্যোগে পোরশা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক পরিমল কেরকেটা’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ২০ নভেম্বর ২০২০ শুক্রবার সকাল ১১ টায় তার নিজ গ্ৰাম বড়বাড়িয়া আদিবাসী পাড়ায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার শুরুতে প্রয়াত পরিমল কেরকেটা’র সমাধিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আলোচনার শুরুতে তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
আদিবাসী ছাত্র পরিষদ পোরশা উপজেলা কমিটির সভাপতি নিরেন পাহানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা কমিটির সাবেক সভাপতি মহেন্দ্র পাহান , আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলার সভাপতি মার্টিন মূর্মু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক দিলিপ পাহান, কার্যকারি সদস্য অনিল গজাড়।
আরও বক্তব্য রাখেন প্রয়াত পরিমল কেরকাট’র বাবা হরি চন্দ্র কেরকেটা, মামা সুশিল মিনজ, জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক বিজয় সরদার, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী কলেজ শাখার সাবেক যুগ্ম-আহ্বায়ক দুলাল মাহাতো, নিয়ামতপুর উপজেলার সাবেক সভাপতি সুশান্ত পাহান, পোরশা উপজেলার সাবেক সভাপতি অইচন পাহান, পোরশা উপজেলার বর্তমান সাংগঠনিক সম্পাদক বিমল পাহান, সহ-সাংগঠনিক রবেন পাহান, নারী বিষয়ক সম্পাদক রিতা পাহান, সদস্য কবিতা পাহান, সান্তা পাহান প্রমূখ।
স্মরণ সভায় সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ ছাওড় ইউনিয়নের সাধারণ সম্পাদক মদন পাহান।
প্রয়াত পরিমল কেরকেটা’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বক্তারা বলেন, আদিবাসী ছাত্র সমাজের নেতৃত্ব দানে পরিমল কেরকেটার অবদান এবং সাংগঠনিক ভূমিকা আদিবাসীরা মনে রাখবে। পরিমল কেরকেটার অকাল মৃত্যু আদিবাসী ছাত্র সমাজের দাবি এবং অধিকার প্রতিষ্ঠায় অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। বক্তারা বলেন, পরিমল কেরকেটার নেতৃত্বের শূন্যস্থান পুরন করতে এই এলাকায় শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে হবে। পরিমল কেরকেটার আত্মত্যাগ এবং সাহসী নেতৃত্বের মাধ্যমে আমাদের মাঝে বেচে থাকবেন। বক্তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রয়াত পরিমল কেরকেটা ২০১৯ সালে অকাল মৃত্যু বরণ করেন।