আদিবাসী ছাত্র পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকা অস্পষ্টতার কারণে স্থানীয় হিন্দু বর্মন সম্প্রদায়ের মধ্যে “ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদপত্র” প্রদানের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১১টার ঠাকুরগাঁও জেলা জজ কোর্ট প্রাঙ্গণ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে ।
আদিবাসী ছাত্র পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি বিশুরাম মুরমু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এড.ইমরান হোসেন চৌধুরী, উপদেষ্টা জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা, যাকোব খালকো, আহ্বায়ক জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা, দুলাল তিগ্যা, যুগ্ম আহ্বায়ক, জাতীয় আদিবাসী পরিষদ, শান্ত তিগ্যা, দপ্তর সম্পাদক, আদিবাসী ছাত্র পরিষদ, কাঞ্চন সিংহ, চম্পা তির্কী, আদিবাসী ছাত্র পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।