আজ ১৩ নভেম্বর শুক্রবার আদিবাসী ছাত্র পরিষদ পার্বতীপুর উপজেলার শাখা গঠনের লক্ষ্যে ১০ নং হরিরামপুর ইউনিয়নে আদিবাসী শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর উপজেলা শাখা নেতা এ্যাফরাইম টুডু ও মানুয়েল সরেন, বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর জেন্ডার এ্যান্ড ডেভলবমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র ও পার্বতীপুর উপজেলার আদিবাসী ছাত্র পরিষদের আহ্বায়ক বিষ্ণু সরেন, যুগ্ম আহ্বায়ক স্বাধিন সরেন, ছাত্র নেতা শিমিয়ন্ত র্মুর্মু ও শান্ত সরেন।
মতবিনিময় সভায় সবার সম্মতি ক্রমে সুমন র্মুর্মুকে ১০ নং হরিরামপুর ইউনিয়নে আদিবাসী ছাত্র পরিষদের আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয় সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়।