মিশরের সিনায় উপত্যকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তিরক্ষী মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শার্ম আল-শেখ শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এমএফও’র এক বিবৃতিতে জানানো হয়, নিয়মিত অভিযানের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ছয় মার্কিন এবং চেক প্রজাতন্ত্র ও ফ্রান্সের একজন করে নাগরিক নিহত হয়েছে। তবে, দুর্ঘটনা ছাড়া অন্য কোনো কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। লোহিত সাগর অঞ্চলটিতে সক্রিয় জঙ্গিগোষ্ঠী আইএস হেলিকপ্টারটি ভূপাতিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় প্রশাসন। ১৩টি দেশের এক হাজার ১৫৪ জন সেনা নিয়ে গঠিত এ বাহিনী সিনাই উপত্যকার প্রায় চার হাজার কিলোমিটার এলাকার দেখভাল করে থাকে।