গত ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহষ্পতিবার খাগড়াছড়ি সদরের বলপিয়ে আদামে এক মানসিক প্রতিবন্ধী জুম্ম নারীকে ৯ জন সেটলার বাঙালি কর্তৃক গণ ধর্ষণের ঘটনায় আগামীকাল চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও পাহাড়ী শ্রমিক কল্যান ফোরাম।
আগামীকাল ২৭ সেপ্টেম্বর রোজ রবিবার বিকালে চট্টগ্রামের চেরাগী মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আইপিনিউজকে জানিয়েছেন পাহাড়ী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক রুমেন চাকমা। তিনি আরো জানান, উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, পাহাড়ী শ্রমিক কল্যান ফোরামের নেকৃবৃন্দ ছাড়াও বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এই সমাবেশে সংহতি জানাবেন।
উক্ত ঘটনায় ক্ষোভ জানিয়ে আইপিনিউজকে তিনি বলেন, পাহাড়ে একের পর এক এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হচ্ছে। কিন্তু এসবের কোনোটির বিচার আমরা পাচ্ছি না। বিচার হীনতার এই সংস্কৃতি বন্ধ না হলে পাহাড়ী ছাত্র পরিষদ পাহাড়ের সর্বস্তরের ছাত্র ও যুব সমাজকে সাখে নিয়ে দুর্বার আন্দোলনে যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, রাষ্ট্র আমাদের মনের ব্যাথাগুলো বুঝে না। তাই এত মিছিল সমাবেশে আমরা আমাদের ন্যায্য দাবীগুলো তুলে ধরার পরেও আমাদের কথাগুলো শাসকগোষ্ঠীর কানে গিয়ে পৌঁছায় না। কিন্তু কিভাবে পৌঁছাতে হয় সেটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম দেখিয়ে দিয়ে গেছে। আগামী কালকের বিক্ষোভ মিছিল ও সমাবেশে নিপীড়ন বিরোধী সকল প্রগতিমনা মানুষদের অংশগ্রহনের আহ্বানও জানান এই ছাত্রনেতা।
উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহষ্পতিবার আনুমানিক ভোর আড়াইটার দিকে খাগড়াছড়ি সদরে ১ নং গোলাবাড়ি ইউনিয়ন সংলগ্ন বলপিয়ে আদাম নামক গ্রামে নিজ বাড়িতে ৯ জন সেটেলার বাঙালী কর্তৃক মানসিক প্রতিবন্ধী এক জুম্ম নারীকে গণধর্ষণ এবং বাড়ী লুটপাটের জঘন্য ঘটনা ঘটায়।গত বৃহষ্পতিবার আনুমানিক আড়াইটার সময় ৯ জনের একদল সেটেলার দা-ছুরি সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। বাড়িতে ঢুকতে প্রথমে মা বাধা দেয়ার চেষ্টা করলে ভুক্তিভোগী জুম্ম নারী, মাকে সহ বুড়ো বাবাকে দড়ি দিয়ে বাধে। এরপর মা-বাবাকে আলাদা একটি রুমে দরজা বন্ধ করে রাখে। পরে ওই জুম্ম নারীটিকে আরেকটি রুমে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে।দুর্বত্তরা যাওয়ার আগে বাড়ি থেকে নগদ ৮,০০০/- ( আট হাজার) টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। যা প্রায় দেড় লক্ষ টাকার সমান।
তবে আজ (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে উক্ত ৯ জনের মধ্যে ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে এবং গ্রেফতারকৃতরা নিজ মুখে ঘটনা সংগঠনের সত্যতা স্বীকার করেছে।