অন্তর হাজং, দুর্গাপুর নেত্রকোনাঃ দুর্গাপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অডিটোরিয়ামে কারিতাস, টি ডব্লিউ এ, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন এর আয়োজনে সকল স্বাস্থবিধি মেনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। এ বছর আদিবাসী দিবসের মুলসুর:কোভিড ১৯ মহামারিতে আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম।
কারিতাস মাঠ কর্মকর্তা মিসেস ছবি ম্রং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জনাব সোহরাব হোসেন তালুকদার। সভাপতিত্ব করেন টি ডব্লিউ এ উপজেলা চেয়ারম্যান গিলবার্ট চিছাম।
ওয়াই ডব্লিউ সি এ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন এর সাধারন সম্পাদক পল্টন হাজং সারা সংস্থা,ওয়াই এম সি এ ,ওয়াই ডব্লিউ সি এ, বাগাছাস ,বাহাছাস প্রতিনিধি এবং প্রেসক্লাব সাংবাদিকগন আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি আদায়ের জন্য জোরালো দাবি জানান।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।