নওগা জেলা কমিটি নওগাঁর মুক্তির মোড়ে গতকাল ৪ এপ্রিল সকাল ১১ টায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সোফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের আদিবাসী ক্ষেতমজুর দিপু উরাও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মীসূচী পালন করে জাতীয় আদিবাসী পরিষদ, সিপিবি ও বাসদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, নওগা জেলা সাধারণ সম্পাদক ভারত পাহান, সাংগঠনিক সম্পাদক দেবলাল টুডু, আইন বিষয়ক সম্পাদক হাকিম উরাও, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা সভাপতি সুধীর পাহান, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাহান, সদস্য শিমন পাহান, আনন্দ এক্কা প্রমূখ। এতে সভাপত্বিত করেন জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর।
সংহতি বক্তব্য রাখেন বাসদ সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, একুশে উদযাপন পরিষদ নওগাঁ সাধারণ সম্পাদক নাইস পারভীন, আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা মোশারফ চৌধুরী।
বক্তারা, অবিলম্বে দিপু উরাও হত্যা কারীদের গ্রেফতারের দাবী জানায় এবং দিপু উড়াওয়ের দুই ছেলে বড় ছেলের নিরাপওারও দাবী জানান। দিপু উরাওয়ের রড় ভাই রুঘু সরদার নওগাঁর মহাদেবপুর থানা ৩১ মার্চ ২০১৬ তারিখে মামলা করেন মামলা নং -৩১ এবং মামলার তদন্ত কর্মকতা আব্দুল রহমান।