গতকাল ২৯ জুলাই বৃহস্পতিবার সাঁওতাল কন্যার অভয় করোনাকে নয় ভয়, আমরা করব জয় সমকালে জনসচেতনতা মূলক একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার খবরের শিরোনামের পরে ২৯ জুলাই সমকালের রাজশাহী কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সিইও জনাব আজিজুল আলম বেন্টু আমি সহ আমার দলকে হ্যান্ডমাইক উপহার দেন এবং আজ ৩১ জুলাই শনিবার বিকাল ৪ টায় কোর্ট স্টেশন সংলগ্ন তার কার্যালয়ে আবারও ১০ প্যাকেট মাস্ক দিয়ে আমাদের আরো কাজ করার উৎসাহ দেন। এভাবে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার জন্য আজিজুল আলম বেন্টু কে অনেক অনেক ধন্যবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন রাহালা রিমিল ডান্স গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারণ সম্পাদক প্রশান্ত মিনজ, সদস্য লিনা মিনজ, শুভাকাঙ্ক্ষী তানজিম তিন্নি।
সাবিত্রী হেমব্রম জানান, হ্যান্ডমাইক ও মাস্ক পেয়ে খুব ভাল লাগছে এবং নতুন করে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি । হ্যান্ডমাইক ও মাস্ক পেয়ে খুব ভাল লাগছে এবং নতুন করে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। আগামীতে আরো কাজ করবো পাশাপাশি আপনাদের সাহায্য সহায়তা আমার কাম্য।