সুমেধ চাকমা: রাজধানীতে আদিবাসীদের দ্বারা পরিচালিত সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের ৯৯.০১%। আজ রবিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ আইপিনিউজকে এ তথ্য জানিয়েছে।
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২০০ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছে ১৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩০জন।
এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল ৭২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। ব্যবসায়িক শিক্ষা বিভাগ থেকে অংশ নিয়েছিল ৯৪ জন। মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিল ৩৪ জন। বিজ্ঞান ও মানবিক বিভাগে ১০০% পাস করেছে। এছাড়া ব্যবসায়িক শিক্ষা বিভাগে পাসের হার ৯৭.৮৫%।
উল্লেখ্য যে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬। পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে পাস করেছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।