গতকাল ৩১ জুলাই শনিবার রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন মুশরইল গ্রামে করোনাকে নয় ভয় আমরা করবো জয় এই স্লোগানকে সামনে রেখে হাতে হ্যান্ডমাইক নিয়ে জন সচেতনতা বার্তা পৌঁছে দেন সাবিত্রী হেমব্রম। প্রতিদিনই কোনো না কোনো প্রান্তিক এলাকায় গিয়ে জন সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। মুশরইল গ্রামে সাঁওতাল, উরাও,পাহাড়িয়া ও মাহালি মিলে প্রায় ১৩০ টি পরিবার এর বসবাস। গত ৩১ জুলাই সেখানে গিয়ে জন সাধারণের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়। এর পাশাপাশি মাস্ক পরা,মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা, কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা,১৮ বছরের ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিন / টিকা গ্রহণে উদ্ভুদ্ধ করা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা সমূহ তথ্য তাদের মাঝে প্রচারণা করা হয়। প্রচারণায় অংশ গ্রহণ করে রাহালা রিমিল ডান্স গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি সাবিত্রী হেমব্রম, রাহালা রিমিল ডান্স গ্রুপের সাধারণ সম্পাদক প্রশান্ত মিনজ, সদস্য লিনা মিনজ, তাসনিম তিন্নি,আনিয়েল সরেন,প্রশান্ত বিশ্বাস। প্রচারণায় গিয়ে আরো দেখা যায় যে অসহায় বৃদ্ধ বিধবা অনেকেই অনেক কষ্টে না খেয়ে দিন যাপন করছে। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। আগামীদিন গুলোতে আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের কাম্য।
গতকাল ২৯ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫ টায় পবা উপজেলার সন্তোষপুর গ্রামে মাস্ক পরুন নিরাপদ থাকুন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন, ২৫ বছরের ঊর্দ্ধে সকলে টিকা গ্রহণ করুন, হ্যান্ডমাইকের সাহায্যে স্বাস্থ্যসেবা তথ্য সমূহ, জন সাধারনের মাঝে সচেতনতা মূলক বার্তা প্রচার, ৬০ জন শিশুদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়। একই সাথে শিশুদের ৩০ মিনিট পর পর ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করা, সঠিক নিয়মে হাত ধোয়া, হাত ধোয়ার প্রয়োজনীয়তা এবং এই কোভিড পরিস্থিতিতে তাদের করনীয় সমূহ নিয়ে শিশুদের সাথে কথা হয়। অংশগ্রহণে আমার সাথে ছিলেন প্রচারণায় অংশ গ্রহণ করে রাহালা রিমিল ডান্স গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি সাবিত্রী হেমব্রম, রাহালা রিমিল ডান্স গ্রুপের সাধারণ সম্পাদক প্রশান্ত মিনজ, সদস্য লিনা মিনজ, তাসনিম তিন্নি,আনিয়েল সরেন,প্রশান্ত বিশ্বাস।