সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী: গতকাল ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার বেলা ১১টায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পত্নীতলা আরকো অফিস সভা কক্ষে।
আদিবাসী যুব পরিষদের পত্নীতলা থানা কমিটির সভাপতি পরেশ টুডুর সভাপতিত্বে, নরেন চন্দ্র পাহানের সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কোষাধ্যক্ষ সুধির তির্কী, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি বুলবুল চৌধুরী, গণমাধ্যম কর্মী দিলিপ চৌহান, আইনজীবী চৌধুরী তানভীর আহম্মেদ, পত্নীতলা থানা উপাসনালয় কমিটির সভাপতি জতিন টপ্প্য, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক পলাশ পাহান, পত্নীতলা থানা সভাপতি সুজিত পাহান ,সদস্য মিঠুন পাহান স্বদেশ সিং।
সভায় আদিবাসী বীর শহীদের প্রতি নিরবতা পালন করে বক্তারা বলেন দেশের আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষাদান ব্যবস্থার বাস্তবায়ন, শিক্ষা ও চাকরিসহ সকল ক্ষেত্রে আদিবাসী কোটার যথার্থভাবে পূর্ণ বাস্তবায়ন সহ করোনাকালে আদিবাসীদের মাঝে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা এবং আদিবাসীদের উপর অত্যাচার ,নির্যাতন, উচ্ছেদ,ভূমি দখল বন্ধ করতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন।