কলাবাগান থানার অধীন লেকসার্কাসে তেঁতুলতলা পানির পাম্প লাগোয়া উন্মুক্ত জায়গাটিতে কোনোরকম স্থাপনা নির্মাণের বিরোধিতা করে এবং একে বরাবরের মতো শিশুকিশোরদের খেলার জায়গা হিসাবে সংরক্ষণ করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় শুক্রবার ৪ঠা ফেব্রুয়ারি বৃষ্টির মধ্যে শদুয়েক শিশু তাদের অভিভাবক এবং এলাকাবাসী পশ্চিম পান্থপথে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের বারান্দায় প্রথমে সমবেত হয়৷ এরপর মিছিল করে পান্থপথে কিছুক্ষণ অবস্থানের পর তারা কাঁটাতার দেওয়া মাঠটির বাইরে অবস্থান নিয়ে শ্লোগান দেয়৷
এতে বক্তব্য রাখেন প্রতিবাদের অন্যতম সংগঠক সৈয়দা রত্না, বাসদের নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, এলাকার বাসিন্দা নাট্যজন শংকর সাঁওজাল প্রমুখ৷
এলাকাবাসীরা জানান ২০২০ সালে প্রথম কলাবাগান থানার জন্য নির্ধারিত স্থান লেখা একটি সাইনবোর্ড টাঙানো হয়৷ তখনও এলাকাবাসী প্রতিবাদ করেন৷ সাইনবোর্ডটি খুলে ফেলা হয়৷ কিন্তু গত পাঁচদিন আগে উদ্যানটিকে ঘিরে কাঁটাতার দেওয়া হয়৷ পুলিশ পাহারা বসানো হয়৷ তবে কোনো সাইনবোর্ড নেই৷
মানববন্ধনে এলাকাবাসীরা জানান তাঁরা চান ঢাকা সিটি করপোরেশন জায়গাটিকে অধিগ্রহণ করে খেলার মাঠ হিসেবে ঘোষণা করুক৷
উদ্যানটিতে কয়েকটি মিনি ফুটবল টুর্নামেন্টসহ নানান খেলাধূলা আয়োজন করা হয়৷ পাশাপাশি দিনভর বাচ্চারা খেলাধূলা করে৷