জামালপুরে নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন ও র্যালি

কাঞ্চন ম্রং: জামালপুরের বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন ও র্যালি করেছে আদিবাসী নারীরা। “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বকশীগঞ্জ ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুঝুড়ি বাজারে এ কর্মসূচির আয়োজন করে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি।
নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। উদ্বোধন শেষে র্যালি ও ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কারিতাস কেন্দ্রীয় অফিসের প্রোগ্রাম সাপোর্ট কর্মকর্তা মার্সেল ডি কস্তার সভাপতিত্বে ও জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসামের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যত্ন প্রকল্পের সুপার ভাইজার জনাব মনি আক্তার, ফাদার ডমিনিক সরকার, বালুঝুড়ি আদিবাসী সঞ্চয় বহুমূখি ঋনদান ও সমবায় সমিতির সভাপতি মি. রতন বনোয়ারী, বালুঝুড়ি ক্লাস্টার সভাপতি তেনজিল দিওয়া ও বৈষ্ণবপাড়া বহুমূখি আদর্শ যুব সংঘের সভাপতি মি. জুয়েল রানা প্রমূখ।
বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে নানান পদক্ষেপ গ্রহণে সরকার ও জনগনকে এগিয়ে আসার আহবান জানান।