আইপিনিউজ ডেক্স(ঢাকা):উত্তরবঙ্গের আদিবাসীদের নেতা এবং জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার মৃত্যুতে আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ও সাংসদ ফজলে হাসান বাদশা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শনিবার (৫ফেব্রুয়ারি) তিনি এ শোক জানান।
এছাড়াও বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, কাপেং ফাউন্ডেশন, আদিবাসী নারী নেটওয়ার্ক, জাতীয় আদিবাসী পরিষদ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশনসহ আরও অন্যান্য প্রগতিশীল সংগঠনগুলো তার আত্মার শান্তি কামনা করেছেন । এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন জানিয়েছেন।
উল্লেখ্য যে, গতকাল শনিবার ৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সংগ্রামী এই আদিবাসী নেতা।