সিপিবি নেতা সৈয়দ আবু জাফর আহমেদের জীবনাবসান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ মারা গেছেন।
বুধবার (২৯ মে) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
মৃত্যুর বিষয়টি সিপিবির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ।
এর আগে গত ২০ মে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে ২৭ মে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডায়ালাইসিস করার জন্যে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবার তার নিজ গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজারে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।
সৈয়দ আবু জাফর আহমেদ ২০১২, ২০১৬ সালে যথাক্রমে সিপিবির দশম ও একাদশ জাতীয় কংগ্রেসে দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে দায়িত্বপালনকালে শারীরিক অসুস্থতার কারণে ২০১৭ সালে অব্যাহতি নেন তিনি।
ছাত্রজীবনে সৈয়দ আবু জাফর মৌলভীবাজারে ছাত্র ইউনিয়ন গড়ে তুলতে অন্যতম ভূমিকা রাখেন। স্বাধীনতা পূর্ব স্থানীয় মহকুমা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। পরে সংগঠনটির কেন্দ্রীয় সংসদেও দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দ আবু জাফরের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।