আঞ্চলিক সংবাদ

জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলন ও শপথ

আশিক চন্দ্র বানিয়ার্স সভাপতি, চন্ডি কুমার বাগদী সাধারণ সম্পাদক ও কর্ণ মুরারী সাংগঠনিক সম্পাদক

অপূর্ব কুমার সিং, পাবনা: জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলন ও শপথ গত ২৪শে জানুয়ারি ২০২৩ মঙ্গলবার দুপুর ১টায় পাবনা জেলা পরিষদ রশিদ হল রুমে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আগামী ৩ বছরের জন্য আশিক চন্দ্র বানিয়ার্স কে সভাপতি, চন্ডি কুমার বাগদী কে সাধারণ সম্পাদক ও কর্ণ মুরারী কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপণ

জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা’র সাবেক সহ-সভাপতি সুবল সিং এর সভাপতিত্বে ও আশিক চন্দ্র বানিয়ার্স এর সঞ্চালনায় কমিটি ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান।

এর আগে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন রবীন্দ্রনাথ সরেন সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন চেয়ারম্যান জেলা পরিষদ পাবনা, নরেন চন্দ্র পাহান সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয়) জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, মুখপাত্র ও দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, রোটারিয়ান প্রভাষ ভদ্র সভাপতি পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা কমিটি, মিঠুন রবিদাস সাবেক সভাপতি আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলা কমিটি।

বিজ্ঞাপণ

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি প্রদীপ লাকড়া জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটি, সভাপতি যাদু কুমার দাস বড়াইগ্রাম উপজেলা শাখা, অপূর্ব কুমার সিং আহ্বায়ক আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলা।

সম্মেলনে বক্তারা বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে, এই নেতৃত্বের মাধ্যমে আদিবাসীদের অধিকার এবং দাবি প্রতিষ্ঠায় পাবনা অঞ্চলের আদিবাসী সমাজ কে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করা হবে।

Back to top button