আজ আদিবাসী নেতা সুরেন্দ্রনাথ সরদার এর ১১তম মৃত্যুবার্ষিকী

সুভাষ চন্দ্র হেমব্রম: আজ বুধবার জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রয়াত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেন্দ্রনাথ সরদার (কুজুর) এর ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে প্রয়াত সাধারণ সম্পাদক প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও স্মরণ সভা সকাল বেলাঃ ১১ টার সময় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যালয় গণকপাড়ায় আয়োজন করা হয়েছে।
সুরেন্দ্রনাথ সরদার (কুজুর) ছিলেন একজন সৎ, যোগ্য, নির্ভিক, সংগ্রামী, সাহসী, সমাজ সেবক ও আদিবাসী অধিকার আদায়েব আন্দোলন ও সংগ্রামের প্রথম সারির সংগঠক। জীবনের শেষ দিন পর্যন্ত আদিবাসী অধিকার সুরেন্দ্রনাথ সরদার (কুজুর) অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। উক্ত শ্রদ্ধাঞ্জলি প্রদান ও স্মরণ সভা জাতীয় আদিবাসী পরিষদ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আদিবাসী নেতা সুরেন্দ্রনাথ সরদার (কুজুর) এর জন্ম ১ জানুয়ারি ১৯৫২ সালে। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। সুরেন্দ্রনাথ সরদার (কুজুর) ছিলেন উত্তর বঙ্গের আদিবাসীদের রাজনৈদিক সংগঠন জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।